‘বিচারহীনতার সংস্কৃতি দেশকে জঙ্গি রাষ্ট্র করবে’ -গণজাগরণ মঞ্চ
‘যুদ্ধাপরাধীদের রায় কার্যকর ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতারে বিলম্ব হচ্ছে’- এমন দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার বিকেলে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে এ উদ্বেগের কথা জানান মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার।
তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে।’
অবস্থান কর্মসূচি শেষে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর এবং ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করা হয়।
মিছিলটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়।
ইমরান এইচ সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় ঝুলে রয়েছে। আসামিপক্ষকে রিভিউর সুযোগ দেওয়ায় রায় কার্যকরে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। অন্যদিকে অভিজিতের মূল হত্যাকারীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে। দায়ীদের গ্রেফতারে তাদের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। এ ধরনের বিচারহীনতার সংস্কৃতি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে।’
মঞ্চের এ সংগঠক আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের মৃত্যু হলে সক্রিয়ভাবে বিচার দাবি করে, কর্মসূচি পালন করে। কিন্তু প্রগতিশীল মানুষকে হত্যা করা হলে তাদের কোনো ভূমিকা নিতে দেখা যায় না। বিভিন্ন সময় দলগুলো প্রগতিশীল মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এটি রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্বের শামিল।’