‘সিটি নির্বাচনে না এলে নির্মূল হবে বিএনপি’ – সুরঞ্জিত সেনগুপ্ত

suranjit-‘সিটি করপোরেশন নির্বাচনের সুযোগ গ্রহণ করে খালেদা জিয়া গণতান্ত্রিক পথে ফিরে না এলে ভবিষ্যতে শুধু আন্দোলনে ব্যর্থতাই নয় তার দলও চিরতরে দেশ থেকে নির্মূল হয়ে যাবে।’ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এ মন্তব্য করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়েশন আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
ঐক্য পরিষদের সাবেক সভাপতি এ্যাডভোকেট সিরিল সিকদারের স্মরণে এ সভার আয়োজন করা হয়।
‘সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দিয়ে বর্তমান সরকার বিএনপিকে গণতান্ত্রিক পথে ফিরে আসার একটা সুযোগ করে দিয়েছে’ উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এর আগেও বিএনপি এ সরকার এবং এ নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশনের নির্বাচনে এসে জয়ী হয়েছে। সুতরাং এখন তাদের নির্বাচনে না আসার কোনো কারণ নেই। আমি আশা করব, তারা এ সুযোগ নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবে। অন্যথায় ভবিষ্যতে শুধু খালেদা জিয়ার আন্দোলনই ব্যর্থ হবে না, তার দলও বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হয়ে যাবে।’
‘খালেদা জিয়া সারা দেশে আন্দোলনের নামে নাশকতা করার জন্য আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরীণ সন্ত্রাসীদের সংযুক্ত করেছে’-এ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন। কিন্তু তিনি শুধু ব্যর্থই নন, চরমভাবেও ব্যর্থ হয়েছেন।’
সিরিল সিকদারের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘সিরিল সিকদার মনেপ্রাণে এবং চিন্তা ও চেতনায় ভিন্ন ছিলেন। তার দেশপ্রেমে কোনো খাদ ছিল না। তিনি সারাজীবন অসাম্প্রদায়িক চেতনায় তার ক্ষুদ্রশক্তি দিয়ে লড়াই করে গেছেন।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেজাউর রহমান, সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য হিউবার্ড গোমেজ, যুগ্ম সম্পাদক লিটর রোজারিও প্রমুখ।
এ্যাডভোকেট সিরিল সিকদার ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ছয় প্রতিষ্ঠাতার একজন ছিলেন তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend