খাগড়াছড়িতে জুয়াড়িদের হামলায় ৮ পুলিশ আহত
জেলা সদরের কমলছড়িতে শুক্রবার রাতে জুয়াড়িদের হামলায় পুলিশের এক এএসপি ও এক ওসিসহ মোট আট সদস্য আহত হয়েছেন। রাত ৮টার দিকে ঘটা ওই ঘটনার সময় ওসির গাড়িও ভাংচুর করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সারোয়ার আলম (৩৯), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান (৪০), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরুন চাকমা (৩৬), কনস্টেবল আবুল কালাম (২২), মোহাম্মদ বেলাল হোসেন (৪৭), নাজির হোসেন (৩৯), রানা প্রতাপ (২৮) ও মোহাম্মদ আরিফ(২৬)।
সারোয়ার আলম জানান, কমলছড়িতে জুয়া চলছে এ খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। ঘটনাস্থলে পৌঁছামাত্র জুয়াড়িরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অনবরত ঢিল ছুঁড়ে। এ সময় জুয়াড়িরা ওসি মিজানুর রহমানের গাড়িটিও ভাংচুর করে।
খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে খাগড়াছড়ি সদর হাসপাতালে যান পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি পুলিশের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক ও এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করেন।