শেরপুর কারাগারে ভারতীয় বন্দীকে রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা

sherpur-jail-picture-14.03.2015শেরপুর জেলা কারাগারে এক ভারতীয় বন্দীকে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এক হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এই বন্দীর নাম সেংমেন এম সাংমা (২৫)।

তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার আমপাতি কলকাতলা গ্রামের জিনাত এম মারাকের ছেলে।

এ উপলক্ষে ১৪ মার্চ শনিবার সকালে কারা ভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. ফখরুল মজিদ খোকন এ অর্থ প্রদান করেন। ওইসময় উপস্থিত ছিলেন কারাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য নাছরিন রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ ডিসেম্বর ভারতীয় নাগরিক সেংমেন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend