‘অস্ট্রেলিয়াকে হারালেই বিশ্বকাপ পাকিস্তানের’
শেষ হয়নি গ্রুপপর্বের পালা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটা এখনও পুরোপুরি পরিস্কার হয়নি। এর মধ্যেই শিরোপা জয়ের পাকিস্তানের শিরোপা জয়ের রোডম্যাপ দিলেন ইমরান খান। বললেন অ্যাডিলেডে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারালেই শিরোপা জয়ের পথে পাকিস্তানকে কেউ আটকাতে পারবে না।
রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ পাকিস্তানের। আইরিশদের কাছে হেরে ২০০৭-এর বিশ্বকাপ থেকে বিদায় হয়েছিল দলটির। এর কয়েক ঘণ্টার মধ্যেই হোটেলে কোচ বব উলমারের রহস্যজনক মৃত্যু হয়েছিল। এবার হেরে গেলেও কঠিন হিসেবের মুখে পড়তে হবে মিসবাহদের। সেসব হিসাব বাদ দিয়ে ইমরান দেখছেন শিরোপা জয়ের স্বপ্ন।
আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ অ্যাডিলেডে। আইরিশদের হারিয়ে কোয়ার্টারে গেলে সেই ম্যাচটিও হবে একই মাঠে। প্রতিপক্ষ হবে স্বাগতিক অস্ট্রেলিয়া। সেই ম্যাচ নিয়ে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বলেছেন, ‘কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে পাকিস্তানের বিশ্বকাপ জয় কেউ ঠেকাতে পারবে না। অ্যাডিলেডের পিচ স্লো; তাই অস্ট্রেলিয়াকে হারানোর সমূহ সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। এক্ষেত্রে ইয়াসির মতো স্পিনারদের সাফল্যই অস্ত্র হতে পারে।’