যেভাবে চালু করবেন হোয়াটসঅ্যাপ থেকে কল করার ফিচার

Whatsapp-Soon-Launching-Free-Voice-Calling-Featureঅবশেষে সবার জন্যই ভয়েস কলিং ফিচার উন্মুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ২.১১.৫৬১-এ পাওয়া যাচ্ছে ফিচারটি।

তবে হোয়াটসঅ্যাপের সর্বশেষ এই সংস্করণ ইন্সটল করলেই বিনামূল্যে কল করা সম্ভব হবে না। এক্ষেত্রে এই ফিচারটি পেয়েছে, এমন কোন ব্যবহারকারীর কাছ থেকে নিমন্ত্রণ পেলেই কেবল কল করা সম্ভব হবে।

আর তাই প্রথমেই এই ফিচারটি পেয়েছে, এমন কোন বন্ধু থাকলে তাকে বলুন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কল দেওয়ার জন্য। একবার আপনাকে কল দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ করে পুনরায় চালু করুন।

এবার আপনি একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন যেখানে তিনটি কলাম থাকবে। আর এর একটি হবে কল করার জন্য।
তবে যারা এর আগের সংস্করণ ব্যবহার করছে, তারা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend