খালেদার বিরুদ্ধে ‘হত্যা মামলা সাজাচ্ছে’ সরকার – তথ্যমন্ত্রী

enuবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘হত্যা মামলা সাজাচ্ছে’ সরকার। রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই তথ্য জানিয়েছেন।
গত ৫ জানুয়ারির পর থেকে চলা অবরোধ ও হরতালে অগ্নিদগ্ধ হয়ে বিভিন্ন সময়ে শতাধিক মানুষ মারা যাওয়ার ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তথ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনের প্রথমে তথ্যমন্ত্রী লিখিত দুই পৃষ্ঠার একটি বক্তব্য পড়েন। এতে গত শুক্রবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বিভিন্ন বিষয়ের যুক্তিখণ্ডন করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘গত ৬৭ দিনে বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশে শতাধিক মানুষ আগুন সন্ত্রাসে দগ্ধ হয়ে মারা গেছেন। এই হত্যাকাণ্ডগুলোর মামলা আমরা প্রশাসনিকভাবে সাজাচ্ছি। সেগুলো রুজু করা হচ্ছে। মামলাগুলো যখন আদালতে যাবে, আদালত আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আপনারাই সাক্ষী দিচ্ছেন দেশে গণতন্ত্র আছে কিনা। আর বেগম খালেদা একজন ফেরারি আসামি হয়ে সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলন গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করেছে। এরপরও যারা বলেন দেশে গণতন্ত্র বা গণমাধ্যমের স্বাধীনতা নেই তারা অন্ধ।’
খালেদা জিয়াকে গ্রেফতারে আদালতের নির্দেশের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার আদালতের নির্দেশ পালন করতে বাধ্য। খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়েও আদালতের নির্দেশ পালন করছে সরকার।’
খালেদা জিয়াকে গ্রেফতারে এতদিন পরেও সরকার কেন আদালতের নির্দেশ পালন করছে না? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকার আদালতের নির্দেশ পালন করছে।’
হাসানুল হক ইনু আরও বলেন, খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিলে না, কাশিমপুর কারাগারে। আগুনে পোড়া লাশের গন্ধ এখনো উনার দামি পারফিউমের গন্ধকে ছাপিয়ে যাচ্ছে।’
সংবিধান সংশোধন করে খালেদা জিয়ার নির্বাচন দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন বেগম খালেদা জিয়ার আসল এজেন্ডা ছিল না, এখনো নেই।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend