টঙ্গীতে ৫২ কেজি গাঁজাসহ আটক ২
গাজীপুরের টঙ্গী থেকে ৫২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
একটি ট্রাকে অভিযান চালিয়ে সোমবার ভোরে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন— মো. মাসুদ (৪০) ও মো. লোকমান (৬০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ঢাকা মেট্রো উত্তর) সহকারী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম জানান, আটকদের সহযোগী মো. লিটন পলাতক। তাকে আটকের তৎপরতা চলছে।
আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।