‘তারেকের সন্ত্রাসী কর্মকাণ্ড লন্ডনেও ছড়িয়ে পড়বে’- নৌপরিবহনমন্ত্রী
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ড লন্ডনেও ছড়িয়ে পড়বে বলে ব্রিটিশ সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির হরতাল, অবরোধ ও সহিংসতা বন্ধ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
ব্রিটিশ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা (ব্রিটিশ সরকার) যদি তাকে ফিরিয়ে না দেন তাহলে তার সন্ত্রাসী কর্মকাণ্ড সারা লন্ডনে ছড়িয়ে পড়বে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা তারেক জিয়াকে দেশের প্রচলিত আইনে বিচার করতে ব্রিটিশ সরকারের কাছে তাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানাচ্ছি।’
খালেদা জিয়ার আন্দোলনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে শাজাহান খান বলেন, ‘সন্ত্রাসীদের রক্ষা, দুর্নীতির মামলা থেকে বাঁচা এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য হারতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যাই তার আন্দোলন।’
তিনি বলেন, ‘দেশে শিক্ষার মান যখন বৃদ্ধি পাচ্ছে তখন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের জন্য হরতালের নামে নাশকতা পরিচালিত হচ্ছে খালেদার নেতৃত্বে।’
আয়োজক সংগঠনের সভাপতি আবুল বাশার ও সংসদ সদস্য শিরিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন।