নেত্রকোনায় হাসপাতাল থেকে এক দিনের শিশু চুরি
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে সোমবার সকাল ১০টার দিকে এক দিনের একটি শিশু চুরি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার রৌহা ইউনিয়নের তেলিগাতী বড়গাড়া গ্রামের গার্মেন্টসকর্মী উজ্জ্বল মিয়ার (২৯) স্ত্রী সাথী বেগম (২২) প্রসব ব্যথা নিয়ে রবিবার রাত ৮টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। রাত ৯টার দিকে তিনি স্বাভাবিকভাবে ছেলে সন্তান জন্ম দেন।
সাথী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে বোরকা পরা এক নারী আমার ছেলেকে তার নানীর কোলে দেওয়ার কথা বলে নিয়ে যান। এরপর থেকে আমার বুকের ধনকে আর খুঁজে পাচ্ছি না।’
হাসপাতালের আরএমও ডা. নিলোৎপল তালুকদার জানান, শিশু চুরি হওয়ার বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার জানান, আরএমও ডা. নিলোৎপল তালুকদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, ‘চুরি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে যাচ্ছে।’