ভারপ্রাপ্ত সচিব হলেন ২ জন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম। এ ছাড়া দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ কামালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৪ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের পদটি শূন্য হয়।
গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মেজবাহ-উল আলম বিসিএস ১৯৮২ এর নিয়মিত ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ময়মনসিংহে। এ কর্মকর্তা ২০১৭ সালের ১ জুন চাকরি থেকে অবসরে যাবেন। এর আগে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিক্ষিৎ দত্ত চৌধুরীকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) করা হয়েছে।