ভারপ্রাপ্ত সচিব হলেন ২ জন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব মেছবাহ

govপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম। এ ছাড়া দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ কামালকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৪ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের পদটি শূন্য হয়।
গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মেজবাহ-উল আলম বিসিএস ১৯৮২ এর নিয়মিত ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ময়মনসিংহে। এ কর্মকর্তা ২০১৭ সালের ১ জুন চাকরি থেকে অবসরে যাবেন। এর আগে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিক্ষিৎ দত্ত চৌধুরীকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদা) করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com