জামালপুরে বিআরটিএ অফিসের ২ দালাল আটক
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টায় জামালপুরে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করে জামালপুর র্যাব-১৪। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল প্রদান করা হয়।
জামালপুর র্যাব-১৪ এর ক্যাম্প-কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.আনিসুজ্জামান জানান, মোটরযানের শিক্ষানবিশ কার্ড দেওয়ার সময় স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এ জেড এম তৈমুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল বিআরটিএর অফিসে অভিযান চালায়। এ সময় বিআরটিএ অফিসের দালাল শহরের পাথালিয়া গ্রামের আব্দুল মোমিন ও সদর উপজেলার তিতপল্ল্যা এলাকার মো. মনোহর বাদশাকে নগদ ১০ হাজার ৬ শ’ টাকা ও ২৫টি মোটরযান শিক্ষানবিশ কার্ডসহ হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান ওই দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল প্রদান করেন। এ সময় আদালতের নির্দেশে উদ্ধার করা টাকা সরকারি কোষাগারে জমা ও জব্দ করা ২৫টি মোটরযানের শিক্ষানবিশ কার্ড আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।