বঙ্গবন্ধুর জন্মদিন: সরকারি সকল হাসপাতালে ২ ঘণ্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে মঙ্গলবার দেশের সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দুই ঘণ্টা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হবে।
এ জন্য সোমবার সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মো. আব্দুল মজিদ সরকার স্বাক্ষরিত নির্দেশনা সংবলিত চিঠিটি সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. ইহতেশামুল হক চৌধুরী এ বিষয়ে দ্য রিপোর্টকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আউটডোরে সকল রোগী বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষার জন্যও কোনো ফি নেওয়া হবে না। ডাক্তারদেরও সকাল ১০টার মধ্যে হাসপাতালে আসতে বলা হয়েছে।’