বাউন্সার হুঁশিয়ারি

ff-1হুঁশিয়ারি দিয়েছেন প্যাট কামিন্স৷‌ ঘরের মাঠে বাউন্সার অস্ত্রেই অস্ট্রেলিয়াকে সমুজ্জ্বল রাখতে বদ্ধপরিকর তিনি। সঙ্গে পার্টনার হিসেবে জনসন, স্টার্ক জুজুর ভয়ও দেখাচ্ছেন কামিন্স। অ্যাডিলেড ওভালে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷‌ কামিন্স বলেছেন, ‘এ বছর যে মাঠগুলোতে খেলেছি, দ্রুততম উইকেটের বিচারে এটাই সবচেয়ে এগিয়ে থাকবে৷‌ আমাদের অনেকেই বলের গতি বাড়ানোর দিকে জোর দেয়, যেটা আমাদের পক্ষে যাবে৷‌ তার থেকেও গুরুত্বপূর্ণ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো আমরা ঘরের মাঠে খেলব৷‌ ফলে বাউন্সারটা খুব গুরুত্বপূর্ণ৷’ বাউন্সার নিয়ে বেজায় আত্মবিশ্বাসী কামিন্স বলেছেন, ‘একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানরা মাঝের ওভারগুলোতে পেসারদের বিপক্ষে সিঙ্গেল নেওয়ার দিকেই বেশি জোর দেয়৷‌ ফলে ওই সময় আরও আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ থাকে।’ কামিন্স যা বলুক না কেন, রীতি অনুযায়ী কিন্তু ওভারে বাউন্সারের সুযোগ একটিই। সুতরাং ব্যাটসম্যানও সাবধান থাকবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend