‘নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার পুলিশের নেই’

election-commissionনির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার পুলিশের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।
নির্বাচন কমিশনে সোমবার রাত ৭টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার পুলিশের রয়েছে কিনা’ জানতে চাইলে সচিব বলেন ‘অবশ্যই নির্বাচন কমিশন ভোটের তারিখে ঘোষণা করবে। তারিখ ঘোষণার এখতিয়ার তাদের (পুলিশের) নেই। নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত মতে নির্বাচন করবে। তবে তাদের কাছ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে। নির্বাচন কবে হবে সেটা পুলিশের বলার কোনো বিষয় নয়।’
কবে নির্বাচন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি নাগরিকরা জানতে পারবেন নির্বাচন কবে হবে। সহসাই নির্বাচন হবে।’
এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে অপেক্ষামাণ সাংবাদিকররা কথা বলার চেষ্টা করলেও তিনি পাশ কাটিয়ে নির্বাচন কমিশন ত্যাগ করেন। পরে ইসি সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এদিকে, সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি, এপ্রিলের মধ্যেই যেন তিন সিটির নির্বাচন করে ফেলে।’
আইজিপি বলেন, ‘এপ্রিলের মধ্যে তিন সিটির নির্বাচন করলে ভাল হয়। কারণ আবার ক্রিকেট খেলা আসবে। তারা খেলা এপ্রিলের শেষে দিকে দিতে চায়। দরকার হলে খেলা মে মাসে নিয়ে যাব।’
আগামী এপ্রিলের শেষের দিকে পাকিস্তানী ক্রিকেট দল বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিইসি মহোদয় আইজিপি হিসেবে আমার কাছে বর্তমান পরিস্থিতির পর্যবেক্ষণ জানতে চেয়েছেন। আমি দ্বিধাহীন কণ্ঠে বলেছি, নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে। আমরা সক্ষম (ক্যাপাবল)।

ইসি আমাদের কাছে যেভাবে সাহায্য চাইবে আমরা সেভাবে সাহায্য করতে পারব।’
বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে জনগণের নিরাপত্তার বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘বর্তমানে জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলছে। এখন যে পরিস্থিতি আছে তাতে তফসিল ঘোষণা করলে পরিস্থিতি আরও উন্নতি হবে। মানুষ নির্বাচনমুখী হবে। তখন জনগণই নাশকতাকারীদের রুখে দেবে।’
তিন সিটি নির্বাচন এক সঙ্গে করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দুইবারে নির্বাচন করতে বলেছি। কিন্তু ইসি সম্ভবত একই দিনে করবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend