বাংলাদেশকে ‘বড় শক্তি’ মানছেন আজহারউদ্দিন

Md_ajhar_151545সৌরভ গাঙ্গুলি ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোন সম্ভাবনাই দেখছেন না। তবে, তার মত এতোটাও চোখ-কান বন্ধ করে থাকতে পারছেন না ভারতের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

ভারতের সামনে বাংলাদেশ শক্ত লড়াই নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি উপস্থিত হবে বলে মনে করছেন তিনি। কোয়ার্টার ফাইনালে দু’দলের মধ্যকার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজে) ম্যাচের আগে তিনি এক কলামে তিনি এমনটাই লিখেছেন।

আজহারউদ্দিনের বিশ্বাস করেন আট বছর আগের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে মাশরাফি বিন মুর্তজার দলের। তিনি বললেন, ‘এই বাংলাদেশ দলকে আমার ২০০৭-এর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। তারা এখন ক্রিকেটের বড় শক্তি। দলটার ব্যাটিং বেশ ভালো। মাহমুদুল্লাহ দ্রুত রান তুলতে পারে। সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার আছে ওদের। পেসাররাও ভালো গতিতে বল করছে। ওরা যদি ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে স্নায়ুর চাপে না পড়ে ,তাহলে সমান তালে লড়াই করবে।’

বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন আজহারের।তা ছাড়া টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৫ বছর হয়ে গেলেও ভারত সফরে আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। আজহারের উপলব্ধি, ‘ভারতের বিপক্ষে বরাবরই একটা বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আমার মনে হয় প্রতিবেশী দেশ বলে নিজেদের প্রমাণ করার ইচ্ছাটা আরো বেশি করে তৈরি হয় ওদের মধ্যে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend