শেরপুর, শ্রীবরদী, ঝিনাইগাতি ও নকলায় বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

Sherpur-Pic-01শেরপুরঃ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, শিশু সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একই স্থানে শিশু সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো.আতিউর রহমান অতিক এমপি, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো.মেহদুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, প্যানেল মেয়র কাজী মতিউর রহমান প্রমুখ ।10649687_692488860873108_6043673972319934126_n
শ্রীবরদী : স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৬ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা করেছে শ্রীবরদী উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসটির সূচনা করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আশরাফ হোসেন খোকা ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন।20691_692891807499480_7463564241075272483_n এ সময় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ ফেরদৌস আলী, ছাত্রলীগ সভাপতি মেরাজ উদ্দিন চৌধুরীসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ কম্পা্‌উন্ড থেকে একটি র‌্যালি বের হয়। 11059723_666034196836217_4167695655467265987_n (1)র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীবরদী সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীবরদী সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসা্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ আশরাফ হোসেন। উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেনে শ্রীবরদী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর নাসির উদ্দিন, ইংরেজী প্রভাষক মুকিম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ্যাড. মঞ্জুরুল ইসলাম, কেকের চর সভাপতি মোঃ আঃ খালেক ডিলার, এডিএম শহিদুল্লাহ, শ্রমিক লীগ সভাপতি মোঃ আবু জাফর,

11304_666034443502859_7744335610137895541_n

স্বেচ্চাসেবকলীগ আহবায়ক মোঃ ফেরদৌস আলী, ছাত্রলীগ সভাপতি মেরাজ উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক জিয়াউল হাসান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আ’লীগের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধায় উপজেলা আওয়ামীলীগের কাযালয়ে উপজেলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে জন্মদিনের কেক কাটা হয়।

ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন এর উদ্যোগে ১৭ মার্চ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম ও সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান লেবু। অপরদিকে উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণপুর খন্দকার বাড়ী বঙ্গবন্ধু কলেজ এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার আঃ মান্নান। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুজ্জামান লেবু, কলেজের অধ্যক্ষ খন্দকার মোঃ আতিকুর রহমান, দাতা সদস্য অবসর প্রাপ্ত সার্জেন্ট আবুল আসাদ, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনার উল্লাহ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আঃ মালেক, বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম ও ইউপি সদস্য খন্দকার আব্দুছ ছালাম প্রমুখ।Nakla-Pic

নকলা : বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে নকলায় এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে মুক্ত মঞ্চ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কো-চেয়ারম্যান ডা. রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও মো: ফেরদৌস রহমান জুয়েল, সদস্য শহিদুল ইসলাম, খলিলুর রহমান, প্রধান শিক মো: মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সারোয়ার আলম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন। অতঃপর নকলা উপজেলায় কর্মরত কর্মকর্তা, নকলা উপজেলা প্রেসকাবের বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, সহস্রাধিক শিক্ষার্থী ও সাংবাদিক সহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা হলরুমে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্য দিকে বঙ্গবন্ধু বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মরাকান্দা কৃষক মাঠ স্কুল (আইপিএম কাব), ফ্রেন্ডসীপ কাব, প্রভাতী বিদ্যাপীঠ, বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদরাসা ও বানেশ্বর্দী উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend