যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বোমা বিস্ফোরণ, আহত ১
যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। এ সময় সেখানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শনী চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ের কাছ থেকে দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট ভবন) লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি জেলা প্রশাসকের কার্যালয় কম্পাউন্ডে বিস্ফোরিত হয়। এতে সিরাজুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি সামান্য আহত হন। তার জিন্সের প্যান্ট ভেদ করে পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। তবে আঘাত গুরুতর নয়।
আহত সিরাজুল ইসলাম দড়াটানা এলাকায় অবস্থিত ‘পপুলার লাইব্রেরি’ নামে একটি বইয়ের দোকানের কর্মচারী। ঘটনাস্থলে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাত সোয়া আটটার দিকে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, ‘আমি আজ অফিসে যাইনি। কিছু ঘটেছে কি না জানি না। আপনি বরং এনডিসির সঙ্গে যোগাযোগ করুন।’
যশোরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবদুল মালেক বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বোমা নিক্ষেপের ঘটনাটি শুনেছি। কালেক্টরেটের নাজির সাহেব আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। আমি কোতয়ালী থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বিষয়টি জানিয়েছি।’
আবদুল মালেক বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ওই সময় তথ্য অফিসের উদ্যোগে তথ্যচিত্র প্রদর্শনী হচ্ছিল। তার কাছাকাছি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বোমা বিস্ফোরণের কথা অস্বীকার করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে লোক পাঠাই। সেখানে বোমার স্লিন্টার পাওয়া যায়নি। তবে পটকাবাজি ফুটেছে বলে আলামত মিলেছে।’