ইরাকে ৪ জনের শিরশ্ছেদ করল আইএস
সরকারের পক্ষে কাজ করায় ইরাকে চারজনের শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার শিরশ্ছেদের ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি।
ইরাকের সালাউদ্দিন প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের সদস্য আইএস যোদ্ধা সেজে ইরাকী সেনাবাহিনীর পক্ষ হয়ে কাজ করছিল। আইএসের কাছ থেকে প্রদেশটির রাজধানী তিকরিতের দখল নিতে বেশ কিছু দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ইরাকী সেনা ও কুর্দি যোদ্ধারা।
তবে ঘটনাটি ঠিক কোন জায়গায় ঘটানো হয়েছে তা নিশ্চিত করে বলা যায়নি। এমনকি ঘটনার সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকার দখল নিয়ে সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আইএস। দুই দেশের নতুন নতুন এলাকার দখল নিতে গিয়ে তারা মানুষকে প্রকাশ্যে শিরশ্ছেদ করেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।