সোনাতলা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
জেলার সোনাতলা উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মইন স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় সোমবার সন্ধ্যায় তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়।
সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. হাবিবুর রহমান ফ্যাক্সবার্তার বরাত দিয়ে জানান, উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা থাকায় এবং বিধিবহির্ভূতভাবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, উপজেলা চেয়ারম্যান জাকিরের বিরুদ্ধে সোনাতলা থানায় তিনটি মামলা রয়েছে।