যুবদল নেতার বাসা থেকে ৭৩ ককটেল উদ্ধার, আটক ২
পুরান ঢাকার লালবাগ থানার আমলিগোলার জেএন সাহা রোডের একটি বাসা থেকে ৭৩টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বাসাটি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নেওয়াজ আলীর বলে দাবি করেছে পুলিশ-র্যাব। মঙ্গলবার গভীর রাতে অভিযানের সময় র্যাব-পুলিশ ওই বাড়ির তত্ত্বাবধায়ক ও দারোয়ানকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
আটকেরা হলেন- মো. বাদশাহ (৪৪) ও মো. আনিস (৩০)।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওইদিন গভীর রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ওই যুবদল নেতার বাসায় অভিযান চালিয়ে ৭৩টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
যুবদল নেতা নেওয়াজ আলীকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
র্যাব-১০ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খায়রুল আলম জানান, ওই যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৭২টি ককটেল, দুই কেজি পটাশিয়াম, বিপুল পরিমাণ স্প্লিন্টার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি দাবি করেন এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির তত্ত্বাবধায়ক ও দারোয়ান বাদশাহ এবং আনিসকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
তবে লালবাগ থানার ওসি জানান, অভিযানের সময় কাউকে আটক করা হয়নি।