গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১
গাজীপুরের কাশিমপুরে মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে আশরাফ আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
ময়নাতদন্তের জন্য বুধবার সকালে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আশরাফ আলীর বাড়ি পটুয়াখালীতে।
জয়দেবপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, রাত দেড়টার দিকে কাশিমপুরের সুরাবাড়ি এলাকায় স্থানীয় মিঠু সরকারের বাড়ির পাশে বাঁশঝাড়ে ১০-১৫ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে জানালে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া দিয়ে আশরাফ আলীকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, চাকু ও রামদা উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান এসআই জাকির হোসেন।