‘সংজ্ঞা ঠিক না করে মুক্তিযোদ্ধা তালিকা প্রকাশ কেন অবৈধ নয়’

highমুক্তিযোদ্ধার সংজ্ঞা ঠিক না করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার দুপুরে এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. রফিকুর রহমান ও হাসানাত কাইয়ুম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আল আমিন।
আইনজীবী হাসানাত কাইয়ুম জানান, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করেই বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাদের মতো করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে, যার কারণে অনেক আসল মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছে, আবার অনেক নকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে।
তাই মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করে সঠিকভাবে তালিকা প্রকাশ করার আবেদন জানানো হয়েছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend