তিন সিটিতে ভোটগ্রহণ ২৮ এপ্রিল
ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ এপ্রিল এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ এই তিন সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুয়ায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ, যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।
এর আগে, দুপুরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ বৈঠকে ইসির অন্য কমিশনারগণ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে ২০০২ সালে ঢাকা সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়।
এর পর ২০১১ সালের নভেম্বরে ঢাকা সিটিকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণ নামে আলাদা সিটি করপোরেশন গঠন করা হয়।
এ ছাড়া চট্টগ্রামে ২০১০ সালের ১৭ জুন সর্বশেষ ভোট হয়।