সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন হতে পারে

city-electionঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলে এমন গুঞ্জন চলছে বলে জানা গেছে।
আওয়ামী লীগের সমর্থন পেয়ে ইতোমধ্যেই ঢাকা সিটি করপোরেশন দক্ষিণে প্রচারণা শুরু করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। এ ছাড়াও দক্ষিণে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম ও সৈয়দ আওলাদ হোসেন।
অন্যদিকে ঢাকা সিটি করপোরেশন উত্তরে আওয়ামী লীগের সমর্থন পেয়ে ব্যবসায়ী নেতা আনিসুল হক প্রচার-প্রচারণা শুরু করেন। এ ছাড়াও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল আহমেদ মজুমদার, যুবলীগ উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলসহ বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এই প্রচার-প্রচারণার মধ্যেই মঙ্গলবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নগর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার জায়গা। দল সমর্থিত প্রার্থী জামানত হারাতে পারেন। তাই এখানে জনবিচ্ছিন্ন কাউকে প্রার্থী করলে নির্বাচনে ভরাডুবি হবে। আমরা আশা করি নেত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে সাঈদ খোকন বলেন, দলের নীতি নির্ধারণী ফোরাম যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। অন্যকোনো প্রার্থী এলে আমার কোনো আপত্তি নেই। আমি প্রায় ১ যুগ ধরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। জনগণের পাশে আছি, পাশে থাকবো।
এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু জানি না। আপনারাও গুঞ্জন শুনছেন আমিও গুঞ্জন শুনেছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend