চিরিরবন্দরে বাসে পেট্রোলবোমা, চালক দগ্ধ
জেলার চিরিরবন্দরে ঢাকাগামী সানিয়া ডিলাক্স কোচে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িটি নিয়ন্ত্রয়ণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দগ্ধ হয়েছেন চালক মো. জাহিদ হোসেন (৪৫)।
আহত হয়েছেন সাত যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
উপজেলার দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর পাইকপাড়ায় বুধবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
আহত চালক মোঃ জাহিদ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর পাইকপাড়ায় দুর্বৃত্তরা গাড়িকে লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গাড়িটি উদ্ধারে ও দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় চালকসহ ৬-৭ জন আহত হয়েছেন।