প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সালাহ উদ্দিনের স্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
সাবেক এই সংসদ সদস্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার রাত ১১টার দিকে এ তথ্য জানান।
এর আগে ১৭ মার্চ হাসিনা আহমেদ বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও দেখা করেছিলেন।
প্রসঙ্গত, ১০ মার্চ থেকে সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ রয়েছেন। তার স্ত্রীর দাবি—সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তাকে আটক বা গ্রেফতার করা হয়নি।