বাংলদেশের টার্গেট ৩০৩

bd-cricketবিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ের জন্য ৩০৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। আগে ব্যাট করে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩০২ করেছে তারা।
বাংলাদেশকে ভারতের দ্বিতীয় উইকেট উপহার দিয়েছেন পেসার রুবেল হোসেন। ভারতের বিরাট কোহলিকে মুশফিকের ক্যাচ বানিয়েছেন তিনি। দলীয় ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে ভারত।
এর আগে ভারতের উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরিয়েছে বাংলাদেশ। ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দিয়েছেন সাকিব আল হাসান। ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানকে স্ট্যাম্পিং আউটের ফাঁদে ফেলেছেন তিনি।দলীয় ৭৫ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত।
বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়েছে।
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। গত ম্যাচের বাংলাদেশ দল থেকে দলে একটি মাত্র পরিবর্তন এসেছে। তাইজুল ইসলামের পরিবর্তে ফিরেছেন গত ম্যাচে বিশ্রাম নেওয়া দলের অধিনায়ক মাশরাফি।
উল্লেখ্য, বৃহস্পতিবার মহন্দ্রে সিং ধোনির ভারতের বিপক্ষে মেলবোর্নের ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ৩০০তম ওয়ানডে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend