সিটি নির্বাচন বিএনপির এক্সিট পয়েন্ট : তোফায়েল
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপির জন্য ‘এক্সিট পয়েন্ট’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে রবিবার ভিয়েতনামের বাণিজ্য ও শিল্পবিষয়ক ভাইস-মিনিস্টার হোয়াং কুয়ক ভুয়ংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘আন্দোলনের নামে নাশকতা-জঙ্গীবাদের যে পথ বিএনপি গ্রহণ করেছে, মানুষ তা প্রত্যাখ্যান করেছে। অনেকে প্রশ্ন তুলছেন- বিএনপিকে এক্সিট পয়েন্ট দেবেন না? আন্দোলন-নাশকতা থেকে বেরিয়ে এসে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়াই বিএনপির জন্য এক্সিট পয়েন্ট। এ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আড়াই মাস পর তারা ঘরে ফিরে যাওয়ার সুযোগ পেল। বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করুক, নাশকতা প্রত্যাহার করে নিক।’
তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ধাক্কা খেয়েছে, আমার মনে হয় এখন তারা সব নির্বাচনে অংশ নেবে।’
বিএনপি এলে নির্বাচন বন্ধ করার আশঙ্কা উড়িয়ে দিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘এটা কোনো কথা হলো? এটা (নির্বাচন) মামুলি কথা নয়।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচন দিয়েছি, সব দল অংশগ্রহণ করুক। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের সকল প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ করবে। আর সরকার সব রকম সহায়তা দেবে।’
তবে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি আবারও নাকচ করে দিয়ে তোফায়েল বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্ন আসে না। নির্বাচন করবেন, আবার নাশকতা চালাবেন- তা হয় না। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বর্তমান ব্যবস্থার নির্বাচনেই বিএনপিকে আসতে হবে।’
ভিয়েতনামের ভাইস-মিনিস্টারের সঙ্গে বৈঠকের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কৃষি যন্ত্রাংশ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছে ভিয়েতনাম। সে দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে কৃষি যন্ত্রাংশ তৈরি খাতে বিনিয়োগের পাশাপাশি এখানে কৃষিজাত শিল্প স্থাপন করতে চায়। এ ছাড়া তারা বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে।’