পটুয়াখালীতে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রী নিহত
জেলার বাউফল-কালীসুরী সড়কের কাজীর মাঝি এলাকায় কাভার্ডভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে নুরুল ইসলাম সরদার (৪৫) ও তার স্ত্রী সুরমা বেগম (৪০) কালীসুরী থেকে হেঁটে কাজীর মাঝি যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নুরুল ইসলামের বাড়ি কালীসুরীতে।
পথচারীরা তাদের লাশ সড়কে পড়ে থাকতে দেখে নুরুল ইসলামকে চিনতে পারেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে বলে ওসি নরেশ কর্মকার জানান।