ককটেল বিস্ফোরণের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা ছাত্রলীগের

Cocktail_Hazaribaghঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলের ভিডিওচিত্র ধারণ করায় এটিএন নিউজ টেলিভিশনের দুই সাংবাদিককে হেনস্তা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এটিএন নিউজের রিপোর্টার ইব্রাহিম হোসেন বলেন, সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে এ্যাসাইমেন্ট কাভার করতে ক্যাম্পাসে যাই। কিন্তু অনুষ্ঠান আরও পরে শুরু হবে জানতে পেরে ক্যামেরা পারসনসহ টিএসসির মোড়ে বসেছিলাম। হঠাৎ গাড়ির পিছনে ককটেল বিস্ফোরিত হয়।
এর পর বিস্ফোরণের ভিডিওচিত্র ধারণ করতে ছুটে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ঘিরে ফেলে। এ সময় তারা গাড়ির লুকিং গ্লাস ভেঙ্গে ফেলেন। পরে পুলিশ আমাদের থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটানো হবে- এমন সংবাদ পেয়ে সাংবাদিকরা এখানে এসেছেন। তারা জানেন কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম সাইদুল হক ভূঁইয়া বলেন, সন্ধ্যার দিকে টিএসসিতে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ছবি ধারণ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা সাংবাদিকদের ঘিরে ফেলে। খবর পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাংবাদিকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend