আন্দোলনের নতুন কৌশলের ইঙ্গিত ২০ দলের
সরকারবিরোধী আন্দোলনে নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ইঙ্গিত দেন।
তিনি বলেন, ‘অচিরেই দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করতে আন্দোলনের নতুন রূপরেখা ও কৌশল প্রত্যক্ষ করবে শাসকগোষ্ঠী। দেশের শতকরা ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন চায়। সমগ্র জাতি আজ সেই লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত। জনগণ ন্যায়সঙ্গত আন্দোলনের বিজয় পতাকা উড়াবেই।’
বুলু বলেন, ‘প্রতিহিংসা ও বিদ্বেষমূলক অপরাজনীতি থেকে বেরিয়ে এসে গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ২০ দলীয় জোট আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।’
বিএনপির এ নেতা বলেন, ‘রাষ্ট্রের সকল অঙ্গকে কুটকৌশলে আয়ত্তে নিয়ে অবৈধ ক্ষমতা চিরস্থায়ীকরণের উন্মাদনায় লিপ্ত হয়েছে আওয়ামী লীগ। তারই ফলে আজ জাতীয় জীবন অবরুদ্ধ, বাকশালী বন্দিশালায় গণতন্ত্র নামক শব্দটি আজ ক্ষতবিক্ষত। শাসকগোষ্ঠীর অন্ধ প্রতিহিংসা ও ক্ষমতার মোহে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্নপ্রায়।’
বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘দলের মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গুমের পক্ষকাল অতিক্রান্ত হতে যাচ্ছে অথচ এ বিষয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। সারাদেশ থেকে এভাবে বিরোধীদলীয় শত শত নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ধরে নিয়ে গিয়ে গায়েব করছে।’
তিনি আরও বলেন, ‘দেশের একজন শীর্ষস্থানীয় ও জাতীয় নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতের অন্ধকারে আটক করার পর এখনও পর্যন্ত তার হদিস না পাওয়ার ঘটনায় গোটা জাতিকে শিহরিত ও ভাবিয়ে তুলেছে।’
বিবৃতিতে তিনি সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ নাটকের অবসান ঘটানোর জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।