মেয়র প্রার্থী নিয়ে আ’লীগের সিদ্ধান্ত ২৮ মার্চের পর

awamilig_1আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থী সমর্থন দেওয়ার ব্যাপারে ২৮ মার্চের পর সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউতে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য জানান।
২৬ মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
মায়া বলেন, ‘ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সিটি নির্বাচনে মেয়র পদে এখনও কাউকে চূড়ান্তভাবে আওয়ামী লীগের সমর্থন দেওয়া হয়নি। ২৮ মার্চের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চূড়ান্ত প্রার্থী সমর্থন দেবেন।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মূল সমর্থন আসবে শেখ হাসিনার পক্ষ থেকে। তিনি সমর্থন দেবেন, আমরা কাজ করব। এখানে কোনো ফাঁক-ফোকর নেই। আমরা যাদের কাউন্সিলর পদে নির্বাচনের সমর্থন দেব, তারা নিজের ভোট চাওয়ার আগে মেয়রের ভোট চাইবেন।’
তিনি আরও বলেন, ‘নেত্রী যাকে সমর্থন দেবেন আমরাও তাকে সমর্থন দেব। নেত্রীর সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করলে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও মেয়র প্রার্থী হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা চাই সবাই নির্বাচনে অংশ নিক। বিএনপিকেও বলব, সন্ত্রাসীদের নিয়ে নয়, ভালো মানুষদের নিয়ে নির্বাচনে আসুন। আমরা নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।’
সভায় খাদ্যমন্ত্রী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত মেয়র পদে কাউকে সমর্থন দেওয়া হয়নি। কেউ যদি দলের বাইরে নির্বাচন করেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার। দলের সিদ্ধান্ত হবে ২৮ মার্চের পর।’
কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচন উপলক্ষে বিএনপি উদ্ভট শর্ত দিলে তা হবে বিএনপির আরেকটি কূটকৌশল। তা মানা সম্ভব হবে না। তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদদের নিয়ে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নেবেন, এটিই আমরা আশা করি।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend