যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াতের
যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এক বিবৃতিতে মঙ্গলবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ আহ্বান জানান।
মকবুল আহমাদ তার বিবৃতিতে বলেন, ‘২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিনের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও জনগণের সীমাহীন ত্যাগ এবং জান কুরবানীর বিনিময়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অদ্ভূদয় ঘটেছে। ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত একটি দেশ প্রতিষ্ঠার জন্য এ দেশের সাহসী সন্তানেরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্ম হয়েছে।’
তিনি বলেন, ‘এ দেশের মানুষের স্বপ্ন ছিল স্বাধীনতার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার ও বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হবে। জনগণের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজও জনগণের সে স্বপ্ন পূরণ হয়নি।’
মকবুল আহমাদ অভিযোগ করেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, হত্যা, খুন, গুম, অপহরণ ও মানবাধিকার লঙ্ঘণের ঘটনা বাংলাদেশকে এক রক্তাক্ত জনপদে পরিণত করেছে। গণগ্রেফতারের কারণে মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক।’
জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ, বাক-স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে সরকার দেশকে এক অনিশ্চয়তার গহ্বরে নিপতিত করেছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য জাতি আজ সংগ্রাম করে যাচ্ছে। জনতার এ আন্দোলনের মাধ্যমেই মহান স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।’