নির্বাচন নিয়ে এমাজউদ্দিনের বাসায় আলোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের বাসায় ‘শত নাগরিক কমিটি’র বৈঠকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও শত নাগরিক কমিটির সদস্য সচিব কবি আবদুল হাই শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নির্বাচন নিয়েও আলোচনা করেছি। সুষ্ঠু নির্বাচন, নির্বাচন কমিশনের ভূমিকা ও দায়িত্ব এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।’
বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এমাজউদ্দিন সাহেবের বাসায় বৈঠক হয়েছে। এটা আমাদের নিয়মিত সাংগঠনিক বৈঠক। প্রতি সাপ্তাহেই আমরা শত নাগরিক কমিটি নিয়মিত বৈঠক করে থাকি। এরই অংশ হিসেবে আজকের বৈঠক।’
সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কীনা, নির্বাচন কমিশন নিজেদের সঠিক ভূমিকা ও দায়িত্ব পালন করতে পারবে কীনা এবং সরকারবিরোধী দলের ওপর নতুন করে দমন-পীড়ন চালাবে কীনা, বিএনপি বা বিরোধী দল যদি নির্বাচনে যায় তাহলে তাদের প্রার্থীরা স্বচ্ছন্দে ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে কীনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কীনা- এমন বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।’
এমাজউদ্দিন আহমদের এলিফ্যান্ট রোডের বাসায় মঙ্গলবার রাত ৮টার দিকে অনুষ্ঠিত বৈঠকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, বিএসএমএমইউর সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডা. আবদুল মান্নান, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মাহবুব উল্লাহসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাত ৯টা পর্যন্ত এ বৈঠক চলে।