কিশোরগঞ্জে বিলের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ১
জেলার বাজিতপুরে বিল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ফয়সাল (১৬) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়। উপজেলার হালিমপুর গ্রামে মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার হালিমপুরে চাপাডাঙ্গা বিলের দখল নিয়ে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের শ্যালক রাসেল আহমেদের দ্বন্দ্ব চলছিল। এ ব্যাপারে আলমগীর এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এর জেরে বিকেলে রাসেল গ্রুপের ১০-১৫ জন অস্ত্র নিয়ে আলমগীরের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে স্থানীয় পশ্চিম কুতুবপুর গ্রামের গিয়াসউদ্দিন মাস্টারের ছেলে ফয়সাল গুলিবিদ্ধ হয়। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।