সাংবাদিককে নির্যাতন করায় হাইকোর্টের রুল
প্রথম আলোর বাউফল প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমানকে পুলিশি হেফাজতে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মিজানুরকে নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ আইনগত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) আট বিবাদীকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মিজানুর রহমানের বাবা আবদুস সালাম গত সোমবার হাইকোর্টে রিট আবেদনটি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। শুনানিতে তিনি বলেন, পুলিশি হেফাজতে মিজানুরকে নির্যাতন করা অবৈধ ও অসাংবিধানিক। অপরদিক রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার।