মেয়র মনজুরের পদত্যাগ বুধবার
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫৭তম সাধারণ সভা ২৫ মার্চ বুধবার দুপুরে অনুষ্ঠিত হবে। সভা শেষে মেয়র এম মনজুর আলম আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগ করবেন।
দায়িত্বে থাকাবস্থায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ওপর নিষেধাজ্ঞা থাকায় মনোনয়নপত্র দাখিলের আগেই বিএনপি সমর্থিত মেয়র এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম বলেন, বুধবার সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। চসিকের আসন্ন নির্বাচনে বিএনপির সমর্থন অনেকটা নিশ্চিত হওয়ায় নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বর্তমান মেয়র মনজুর আলম ওই দিনই পদত্যাগ করবেন।
সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ মার্চ রবিবার। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ের আগে অর্থাৎ ২৫ মার্চ হচ্ছে শেষ কর্মদিবস।
বিএনপির একাধিক সূত্র জানান, আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনীহার কারণে ভাগ্য খুলে যাচ্ছে মনজুর আলমের। দলের হাইকমান্ড চসিক নির্বাচনে ওই দু’জনকে মেয়র পদে নির্বাচন করতে আলাদা আলাদাভাবে প্রস্তাব করলেও তারা কেউই আগ্রহ দেখাননি। ফলে মেয়র পদে বিএনপির লিস্টে বর্তমান মেয়র এম মনজুর আলম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নাম অবশিষ্ট থাকে।
দলের হাইকমান্ড শেষ পর্যন্ত মনজুর আলমের নামই চূড়ান্ত করেছেন। এখন শুধু ঘোষণাই বাকি।