শ্রীবরদী পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
“আসুন আমাদের শহর পরিস্কার রাখি” এ স্লোগানকে সামনে রেখে শ্রীবরদী পৌরসভায় বুধবার দিনব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী পৌরসভা ও শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উন্নয়ন সংস্থা ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, র্যাসডো, স্বনির্ভর বাংলাদেশ, শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখি ব্যবসায়ী সমিতি ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালি শ্রীবরদী এডিপি অফিস থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে মিলিত হয়। এসময় পৌর মেয়র আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিপি ম্যানেজার মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, পৌরসভার সচিব শরাফত আলী, ব্র্যাক স্বাস্থ্য প্রকল্প অফিসার আব্দুর রেজ্জাক, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, কাঁচা বাজার বহুমুখি ব্যবসায়ী সমিতির সভাপতি কুরবান আলী, বটতলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোস্তাইন বিল্লাহ প্রমূখ। আলোচনা শেষে পৌর মেয়র আব্দুল হাকিম দিন ব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডিপি’র স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার মি. জেমস উজ্জ্বল শিকদার। পরে শহরের বিভিন্ন রাস্তায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।