শেরপুরে মাধ্যমিক শিক্ষকদের মানসম্মত শিক্ষা উন্নয়ন প্রশিক্ষণ
ইংরেজী শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে মাধ্যমিক শিক্ষকদের মানসম্মত শিক্ষা উন্নয়ন প্রশিক্ষণ শুরু করেছে ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি। ২৫ মার্চ বুধবার শেরপুর শহরের নিউমার্কেট হোটেল খানা খাজানা মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ সদর উপজেলার ৪ টি ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপির শিক্ষা প্রকল্পের সমন্বয়কারী সুজিত বানোয়ারী, প্রশিক্ষক মনিরা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।