নকলায় পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তায় অতন্দ্র জরিপ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত
শেরপুরের নকলায় পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্দ্র জরিপ প্রদর্শনীর ওপর এক মাঠ দিবস হয়েছে। ২৫ মার্চ বুধবার বিকেলে নকলা উপজেলার পাইশকা গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বোরো ফসলে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় এবং রোগবালাইর আক্রমন পর্যবেক্ষণ, প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতেই এ অতন্দ্র জরিপ প্রদর্শনী প্লট স্থাপন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘পরিবেশবান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্ত্র জরিপ পূর্বাভাস ও সতর্কীকরণ কর্মসূচী’র আওতায় নকলা উপজেলা কৃষি অফিস এ মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসে স্থানীয় গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ীর উপ-পরিচালক ড. মো. আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে নকলা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। মাঠ দিবসে এলাকার দেড় শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।