২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতি দেওয়ার দাবি
২৫ মার্চকে সরকারিভারে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর।
বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোর মিছিল পূর্ব ‘২৫ মার্চ গণহত্যার’ কালরাত্রি শীর্ষক এক সমাবেশে এ দাবি জানান তিনি। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে আগামী একবছরে ১০ লাখ গণসাক্ষর সংগ্রহ করার আশাবাদও ব্যক্ত করেন শাহরিয়ার কবীর।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম সেলিম, ফেরদৌসী প্রিয়ভাষিণী, নারী নেত্রী আয়েশা খানম, এ্যারোমা দত্ত, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, তুরিন আফরোজ, পঙ্কজ দেবনাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, হারুন হাবীব, ডা. নুজহাত চৌধুরী, আবু ওসমান প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন শ্যামলী নাসরিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।