জামালপুরে ৪ পাসপোর্ট দালালের কারাদণ্ড
জামালপুরে চার পাসপোর্ট দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জামালপুর পৌর শহরের কাচারিপাড়ার পাসপোর্ট অফিস থেকে বুধবার বেলা ১১টার দিকে তাদের আটকের পর এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রিপন (৩৪), মো. শফিকুল (৩২), আবুল হাশেম (৩৭) ও মো. রবিন (২৫)।
জামালপুর র্যাব-১৪-এর কোম্পানি স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এজেডএম তৈমুর রহমান জানান, বেলা ১১টায় র্যাবের একটি দল জামালপুর পৌর শহরের কাচারিপাড়ায় পাসপোর্ট অফিসে অভিযান চালায়। এ সময় ৮টি পাসপোর্ট ফরমসহ ওই চারজনকে আটক করা হয়। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুর রহমান আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ মাস করে কারাদণ্ড দেন।