মনোনয়নপত্র দাখিলে সময় না বাড়ানোর ইঙ্গিত সিইসির
মনোনয়নপত্র দাখিলের সময় না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এর আগে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে গিয়ে শত নাগরিকের প্রতিনিধিরা কমিশনের কাছে সময় বাড়ানোর দাবি জানান।
শত নাগরিকের দাবির পরিপ্রেক্ষিতেই বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সময় না বাড়ানোর ইঙ্গিত দেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘প্রচুর সংখ্যক প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের সুবিধার্থে আমরা শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার ব্যবস্থা করেছি। তফসিল ঘোষণার সময় থেকেই মনোনয়নপত্র দাখিলের জন্য প্রায় ১১ দিন সময় দেওয়া হয়েছে, যা যথেষ্ট।’
হঠাৎ করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হঠাৎ করেই নির্বাচনের আয়োজন করিনি। এপ্রিল থেকে জুনের মধ্যেই সুবিধাজনক সময়ে নির্বাচনের পরিকল্পনা ইসির ছিল। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।’
তিনি বলেন, ‘সীমানা জটিলতা শেষে ১০-১২ মার্চ ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরে ১৮ মার্চ তফসিল দিয়েছি। শত নাগরিক কমিটির প্রতিনিধি দল বলেছে, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। তাদের দাবির বিষয়ে আমি কিছু কথা বলেছি।’
শত নাগরিক কমিটি বিএনপির জেলে ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার বিষয়ে ইসিকে অনুরোধের পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘কেউ আত্মগোপনে থাকলে ইসি কীভাবে তাদের খুঁজে বের করবে। তবে সুষ্ঠু পরিবেশের সব ব্যবস্থা ইসির পক্ষ থেকে নেওয়া হবে। অতীতে আমরা যেভাবে সিটিতে সুষ্ঠু নির্বাচন করেছি, এবারও সে রকম হবে। তার ব্যত্যয় হবে না।