রাজাকার নয়, বাবা ছিলেন মুক্তিযোদ্ধা: আনিসুল হক
গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হকের বাবা রাজাকার। কিন্তু এই ঘটনাকে খুব দুঃখজনক বলে আনিসুল হক দাবি করেন, তার বাবা একজন মুক্তিযোদ্ধা।
সিটি কর্পোরেশন নির্বাচনের আগে এরকম অসত্য খবরে তিনি নিজে খুব বিব্রত হয়েছেন বলেও জানান এই মেয়র প্রার্থী। আনিসুল হক চ্যানেল আইকে বলেন, ব্যাপারটা বিব্রতকর এবং দুঃখজনক।
তিনি বলেন, সংবাদে প্রকাশ হয়েছে- কোনো এক জনৈক পরিচালক জহিরুল হক একাত্তরে জামালপুরে কোনো গর্হিত কাজ করেছেন বলে রাজাকার হয়েছেন। কিন্তু আমার বাবার নাম জহিরুল হক নয়। আমার বাবা একাত্তরে জামালপুরে ছিলেন না, তিনি দিনাজপুরে ছিলেন। আনসারের এডজুটেন্ট ছিলেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন।
আনিসুল হক বলেন, আমরা দশ মাস গঙ্গারামপুরে ছিলাম। বিভিন্ন শরণার্থী শিবিরে কাজ করেছি। আমার বাবা মুক্তিযুদ্ধের উপরে একটি বই লিখেছেন বইটির নাম স্মৃতি অমলীন লেখক মো. শরীফুল হক। ৯২ বছরের বাবা এখনো বেঁচে আছেন এবং দিনাজপুরবাসী এখনো অনেক সাক্ষী দিতে পারবে।