স্বাধীনতা দিবসেও জাতীয় পতাকা ওড়েনি বিএনপির কার্যালয়ে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়নি। পতাকা উত্তোলন না করার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ‘অনুমতি’ না দেওয়ার অভিযোগ করেছে দলটি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমদ আজম খান এ প্রসঙ্গে বলেন, ‘পুলিশ স্বাধীনতা দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পাতাকা উত্তোলন করার অনুমতি দেয়নি। এটা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। পুলিশকে দলীয় মনোভাব ছেড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা উচিৎ।’
দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে প্রবেশ ও পতাকা উত্তোলনের অনুমতি চাইতে মঙ্গলবার কার্যালয়ের অফিস সহকারী দলিল উদ্দিনকে পল্টন থানায় পাঠানো হয়। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।
দলিল উদ্দিন বলেন, ‘আমাকে কার্যালয়ের তালা খুলে দেওয়া এবং স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের বিষয়ে অনুমতি চাইতে পল্টন থানায় পাঠানো হয়। এরপর অনুমতি দেওয়া হয়েছে কীনা- আমি জানি না।’
তবে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন বলেন, ‘দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করতে অনুমতির প্রয়োজন নেই। দলীয় কোনো সিদ্ধান্ত না থাকায় পতাকা উত্তোলন করা হয়নি।’
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘এটা সঠিক নয়। এটা তাদের অফিস, অফিসের তালা-চাবিও তাদের কাছে। আমরা বাধা দেব কেন?’
পুলিশের মতিঝিল জোনের এডিসি মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই।’
প্রসঙ্গত, চলতি বছরের ৩ জানুয়ারি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা ঝুলিয়ে দেয়। এর কিছুদিন পর পুলিশের পক্ষ থেকে তালার চাবি বুঝিয়ে দেওয়া হলেও কাউকে ওই কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়নি।
ওই সময় থেকে কার্যালয়ে জাতীয় বা দলীয় কোনো পতাকা উত্তোলন করতেও দেখা যায়নি।