ভারতের হারে তৃপ্ত বাংলাদেশ

Ind-fanসুদূর অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ; যেখানে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালের এই ম্যাচকে ঘিরে পুঞ্জিভুত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। সিডনির মাঠে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যখন চার-ছক্কা মেরেছে তখন উল্লাস প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। আবার ভারতের কোনো উইকেট পতনের সময় মনে হয়েছে যেন বাংলাদেশের মাশরাফি, ‍রুবেল বা তাসকিনই নিয়েছেন সেই উইকেটটি।
ক্রিকেটে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের উল্লেখযোগ্য সমর্থক আছে বাংলাদেশে। কিন্তু একাদশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হারে চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের সমর্থকরা যেন এদিন অস্ট্রেলিয়ার সমর্থকে পরিণত হয়েছেন! আর যারা ভারত সমর্থক ছিলেন তারাও পড়েছেন কোণঠাসা অবস্থায়। এর কারণটা সবারই জানা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের ন্যাক্কারজনক কিছু পক্ষপাতমূলক সিদ্ধান্ত ভুগিয়েছে বাংলাদেশ দলকে। যা ক্ষুব্ধ করেছে বাংলাদেশের সমর্থকদেরও। তাই ভারতের অনেক সমর্থক ঘোষণা দিয়েই সমর্থন প্রত্যাহার করেছেন। অন্ততঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে ভারতের হার কামনা করেছেন কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই।Ind-fan3
খেলা শেষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ঘটেছে এর বহিঃপ্রকাশ। নানা শ্রেণী পেশার মানুষ নিজেদের মতো করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর। যার প্রায় সবই ছিল ভারতের বিরুদ্ধে বিক্ষুব্ধ মনোভাবে ভরা।
যমুনা টেলিভিশনের নিউজ অ্যান্ড প্রোগ্রাম ডিরেক্টর জ ই মামুন লিখেছেন, ‘চোরামি না করলে কোয়ার্টার ফাইনালে আমাদের কাছে হেরেই বিদায় নিতা ভারত, এবার পাইছো তো চুরির শাস্তি! শাবাশ অস্ট্রেলিয়া, ভেরি ওয়েল প্লেইড!’ ক্রিকেট সংগঠক মুশফিকুর রহমান মোহন ক্লার্ক ও ধোনির একটি ছবির কার্টুন পোস্ট করেছেন। যেখানে ক্লার্ক হাত উপরের দিকে ইঙ্গিত করে ধোনিকে বলছেন, ‘ঐ যে ঐটা ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাজ লিখেছেন, ‘শিক্ষক: ইন্ডিয়া হেরেছে এটা ইংরেজিতে কি হবে? ছাত্র : Bangladesh won the match!’ তরুণ সাংবাদিক লুৎফর সোহাগ অ্যাকাউন্টে লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলে সৌরভ গাঙ্গুলীর অধ্যায় যেদিন চুকে গেল, এরপর একবারের জন্যও ভারতের সমর্থন করিনি। তবে গুটি কয়েক ব্যতিক্রম ছাড়া বিরোধীতাও করিনি। কিন্তু আজ (বৃহস্পতিবার) মনেপ্রাণে চেয়েছি যেন অস্ট্রেলিয়া জিতে। আর ম্যাচশেষে মনে হয়েছে, ভারতের জায়গায় বাংলাদেশ থাকলে ক্রিকেট বিশ্ব এত একপেশে সেমিফাইনাল দেখত না।’Ind-fan-INNER
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফারাহ ফিবা লিখেছেন, ‘আগের স্ট্যাটাসে বলেছিলাম ইন্ডিয়ার হাঁটুর জোর নাই খেলে জেতার। তারা শুধু আইসিসিকে কিনে নিয়ে চক্রান্ত করেই জিততে পারে। প্রমাণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। মওকা তোদের বাড়ি ফেরার। অভিনন্দন অস্ট্রেলিয়া।’
সাংবাদিক জুবায়ের আহমেদ নবীন লিখেছেন, ‘বাউন্ডারির বাইরের বল ধরে যারা আউট বলে দাবি করে, সেই চোরদের বিদায়।’ সাংবাদিক মুকিমুল আহসান হিমেল লিখেছেন, ‘ফুটবলের মতো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে না? ইন্ডুয়ারে বার বার হারতে দেখতে মুঞ্চায় (মন চায়) রে!!!’
বেসরকারী ব্যাংকে কর্মরত কৌশিক আজাদ প্রণয় লিখেছেন, ‘ছোট দল হিসেবে ইন্ডিয়া ভালই ফাইট দিল আজ। পাকিরা গত রাউন্ডে ফাঁকে গেল, দাদারা এ রাউন্ডে বোকা বনে গেল-একেই বলে প্রকৃতির প্রতিশোধ।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend