২ সিটিতে ৩৯ জনকে কারণ দর্শানোর নোটিশ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচনে আগ্রহী ৩৯ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার দুই সিটির রিটার্নিং কর্মকর্তা এই নোটিশ পাঠিয়েছেন। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন মেয়র, বাকিরা সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার সারাদিন ২২ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তাদের ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছি। তফসিল ঘোষণার পর মোট ৯ দিনে দক্ষিণ সিটিতে তিন পদে মোট ৬৩ জনকে নোটিশ দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, বিধি লঙ্ঘন করে আগাম প্রচার ও পোস্টার লাগানোর অভিযোগে মেয়র প্রার্থী সামসুল আলমসহ ১৬ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে উত্তর সিটিতে মোট ৩৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।