পূণ্যস্নানে মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নানে শুক্রবার পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র স্নানোৎসবে শুক্রবার ভোর থেকে শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে লাঙ্গলবন্দ বাজার এলাকায় একটি সরু সেতুর এক ঢালে লোকজনের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হন অন্তত ৪০ জন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ১০ জন।