পুণ্যস্নানে মৃত্যুতে খালেদা জিয়ার শোক
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নানে শুক্রবার পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসর খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন মৃতদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ভোর পাঁচটা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে মহাষ্টমী স্নান উৎসবের লগ্ন শুরু হয়। এ সময় থেকে পুণ্যার্থীদের ঢল নামে। পুণ্যার্থীদের জন্য ১৬টি ঘাটে স্নানের আয়োজন করা হয়। ১৬টি স্নানঘাটের মধ্যে অন্যতম প্রধান হলো রাজঘাট। পুণ্যার্থীরা বিশ্বাস করেন, এ ঘাটে স্নান করলে পুণ্য বেশি হয়। তাই এ ঘাটে ভিড় বেশি ছিল। ভিড়ের চাপে সকাল সাড়ে নয়টার দিকে পদদলিত হলে ১০ জন পুণ্যার্থী মারা যান। তাদের মধ্যে সাতজন নারী।